গত ০৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল জাতীয় ফুটবল দলের সাথে ‘FIFA Tier 1 International Friendly Match’ এর ২টি খেলায় অংশগ্রহণের জন্য নেপাল গমন করে। পরবর্তীতে গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নেপালে সৃষ্ট রাজনৈতিক সংকট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দরুন বাংলাদেশ জাতীয় ফুটবল দল Kathmandu তে অবরুদ্ধ হয়ে পড়ে। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যবৃন্দ ও ক্রীড়া সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে জরুরি ভিত্তিতে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগকে অনুরোধ জানানো হয়।
উক্ত অনুরোধের প্রেক্ষিতে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানের মাধ্যমে নেপালে আটকে পড়া সদস্যদের দেশে প্রত্যাবর্তনের জরুরি পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১১৫৩ ঘটিকায় উল্লেখিত বিমান ঢাকা হতে নেপালের উদ্দেশ্যে গমন করে এবং Evacuation Mission শেষে ১৬৩৭ ঘটিকায় ঢাকায় প্রত্যাবর্তন করে। নেপাল হতে প্রত্যাবর্তনকারী মোট ৫৫ জন সদস্যদের মধ্যে রয়েছে ৩৮ জন খেলোয়াড়, কোচ, টিম অফিসিয়াল ও ডেলিগেট, ১৬ জন ক্রীড়া সাংবাদিক এবং ০১ জন ছাত্র সমন্বয়ক।
আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোন প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ।